Site icon Jamuna Television

সিয়েরা লিওনে ভূমিধসে নিহত ৩১২

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে আকস্মিক বন্যা ও পাহাড় ধসে শিশুসহ তিন শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এ ছাড়া গৃহহীন হয়েছে অন্তত ২ হাজার বাসিন্দা।

রেড ক্রসের মুখপাত্র জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে রাজধানীর দুটি এলাকায় পাহাড় ধসে বেশ কিছু ঘড়বাড়ি চাপা পড়ে। এখন পর্যন্ত ৩১২ জনের মরদেহ উদ্ধার করে ফ্রিটাউনের সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। বিচ্ছিন্ন  হয়ে পড়েছে বেশ কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা।

এর আগে ২০১৪ সালে দেশটিতে বন্যায়  প্রাণ হারায় ১০ হাজার মানুষ।

যমুনা অনলাইন-এফআর

Exit mobile version