Site icon Jamuna Television

দলের প্রধানের পদ থেকে অপসারিত মুগাবে

ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে অপসারিত হলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। রোববার স্থানীয় সময় সকালে জানু-পিএফ পার্টির জরুরি এক বৈঠকে আসে এ সিদ্ধান্ত।

এসময় উল্লাসে ফেটে পড়েন দলের নীতিনির্ধারকরা। এ সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্টের পদে থাকার যোগ্যতা হারালেন ৯৩ বছর বয়সী মুগাবে। দলের তরফ থেকে বলা হয়েছে, সোমবার দুপুরের মধ্যে স্বেচ্ছায় সরে না দাঁড়ালে অভিশংসনের মুখে পড়তে হবে প্রেসিডেন্টকে। ক্ষমতাসীন দলের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন, এমারসন নাংগাগোয়া। মাত্র দুই সপ্তাহ আগেই ভাইস প্রেসিডেন্টের পদ থেকে তাকে বরখাস্ত করেন মুগাবে।

বুধবার সেনাবাহিনীর হস্তক্ষেপের পর থেকেই উত্তেজনা চলছে জিম্বাবুয়ের রাজনীতিতে। টানা ৩৭ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের বিদায়ের দাবিতে শনিবার রাস্তায় নামেন লাখো মানুষ।

এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রবার্ট মুগাবে প্রেসিডেন্ট পদ না ছাড়ার ঘোষণা দিয়ে বলেছেন, নিজ দলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version