Site icon Jamuna Television

প্রশ্নফাঁস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রশ্নফাঁসের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চুড়ান্ত করেছে সিআইডি। সকালে রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, দেড় বছর তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। আটককৃতরা পরীক্ষা শুরুর আগে প্রিন্টিং প্রেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করত এবং পরে তারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সমাধান করে দিত। টানা অভিযানের কারণে এবার এসএসসি ও এইচএসসিতে প্রশ্নফাঁস হয়নি বলে দাবি করেছে সিআইডি।

Exit mobile version