Site icon Jamuna Television

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রধান বিচারপতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (৩০ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশনের বিশেষ মামলায় দণ্ড দেওয়া হয়। গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ (১) ধারায় সাজা পাওয়ার কারণে রায় ঘোষণার তারিখ থেকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্তের বিধান আছে। এ কারণে প্রধান বিচারপতি এক আদেশে ওই সাজার তারিখ (৯ মে) থেকে চাকরি থেকে গোলাম ফারুককে বরখাস্ত করেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান সাক্ষাতকারে বলেন, ‘হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুককে দুর্নীতির মামলায় দণ্ড দেন ঢাকার দায়রা আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। তাই বিধি অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে বরখাস্ত করেছেন।’

Exit mobile version