Site icon Jamuna Television

সহজ জয় পেয়ে তৃতীয় রাউন্ডে ফেদেরার-নাদাল

দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার। অসকার ওটেকে সরাসরি সেটে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে।

অন্যদিকে বিনা বাধায় ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন টেনিস বিশ্বের আরেক সেরা তারকা রাফায়েল নাদাল।

মাত্র এক ঘন্টা ৩৭ মিনিটের লড়াই। ১৪৪ নাম্বার অসকারকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে ফেদেরার। প্রথম সেটে ৬-৪, আর দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় তুলে নেয়ার পর, তৃতীয় সেটেও জয় তুলে নেন ৬-৪ গেমে। আসরের তৃতীয় বাছাই ফেদেরার ২০১৫ সালের পর খেলতে নেমেছেন ফ্রেঞ্চ ওপেনে।

আরেক কোর্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল ৬-১, ৬-২ ও ৬-৪ ‍গেমে উড়িয়ে দেন জার্মানির ১১৪ বাছাই ইয়ান্নিক মাদেনকে। এ সময় নাদাল প্রতিপক্ষ মাদেনকে হারাতে সময় নেন দু-ঘণ্টা নয় মিনিট।

এদিনের ম্যাচটি হিসেবে ধরলে, রাফায়েল নাদাল এ পর্যন্ত ৯০টি ফ্রেঞ্চ ওপেন ম্যাচ খেলে ৮৮টিতেই জিতেছেন। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বেলজিয়ান ডেভিড গফিন।

Exit mobile version