Site icon Jamuna Television

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ পরিবারের

কুষ্টিয়ার আল্লারদর্গা টেসল আবাসিক স্কুলের ছাত্র আবু বিন রশিদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা নজরুল ইসলাম।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ছেলের আত্মহত্যা করার মতো কোন কারণই ছিলো না। স্কুল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে তিনি প্রশ্ন রাখেন- আত্মহত্যা করলে তাকে এবং প্রশাসনকে না-জানিয়ে কেনো রশিদকে হাসপাতালে নেয়া হয়েছিল? স্কুলের সিসিটিভির ২ ঘণ্টার ফুটেজ না থাকা এই সন্দেহকে আরও জোরালো করেছে।

নজরুল ইসলাম বলেন, তার ছেলের গলায় দাগ বানানো হয়েছে। যে সুইসাইড নোটের কথা বলা হচ্ছে তার সাথে রশিদের হাতের লেখার কোন মিল নেই। গত ২৫ মে বন্ধ শ্রেণি কক্ষ থেকে রশিদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের দাবি করে স্কুল কর্তৃপক্ষ।

Exit mobile version