Site icon Jamuna Television

আবারও পদত্যাগের দাবি প্রত্যাখান মুগাবে’র

আবারও পদত্যাগের দাবি প্রত্যাখান করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। রোববার তাকে ২৪ ঘণ্টা সময় বেধে দেয় ক্ষমতাসীন দল- জানু পিএফ। অন্যথায় তাকে ইমপিচমেন্ট বা অভিসংশনের মুখোমুখি হতে হবে।এরপর রোববার রাতে এক টেলিভিশন ভাষণে মুগাবে বলেন- ডিসেম্বরে দলের কংগ্রেসেও তিনি-ই সভাপতিত্ব করবেন। ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন সেনাবাহিনী যতোই অভ্যুত্থানের চেষ্টা চালাক না কেনো এখনও তিনি দেশের কমান্ডার-ইন-চিফ। সুতরাং তার নির্দেশ মেনে চলতে বাধ্য সামরিক বাহিনী। মুগাবে আরও বলেন, তাকে গৃহবন্দি করার মাধ্যমে ক্ষমতা দখলে নিয়ে সেনাবাহিনী কোন অপরাধ করেনি। তবে ২০ মিনিটের ভাষণে কোথাও জনগণ বা দল থেকে ওঠা তার পদত্যাগের কথা স্বীকার করেননি মুগাবে। তার এই ভাষণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পদত্যাগের ঘোষণার অপেক্ষায় থাকা দেশটির মানুষ। ৩৭ বছর ধরে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রবার্ট মুগাবে।

Exit mobile version