Site icon Jamuna Television

বিএসএফ সদস্যকে পিষে মারলো বন্য হাতি

এক অনুষ্ঠান থেকে নিজের বাড়ি ফিরছিলেন তয়ফিল তিরকি (৫৫)। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাবেক সদস্য। বাড়ির কাছাকাছি আসার পরই পাশের জঙ্গল থেকে বের হয় একদল বন্য হাতি। তিরকির দিকে ছুটে এসে তাকে ঘিরে ফেলে।

একটি হাতি শুড় দিয়ে তাকে তুলে মাটি আছড়াতে থাকে। এরপর পায়ে পিষে ঘটনাস্থলে সাবেক এই বিএসএফ সদস্যকে হত্যা করে।

ভারতের ছত্তিশগড় প্রদেশের জশপুর জেলায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় বন সংরক্ষক কৃষ্ণকুমার জয়দেব জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য পাঠানো হয়। তার পরিবারকে ২৫ হাজার রুপি অনুদান দেয়া হয়েছে বলেও এই কর্মকর্তা জানান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Exit mobile version