Site icon Jamuna Television

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনীতে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।সকালে কৈখালী বাজার এলাকা থেকে সোলাইমান গাজীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতরাতে কৈখালী বাজারে ক্যারাম খেলছিলেন তিনি। এসময় ফোন কল পেয়ে সেখান থেকে চলে যান। এরপরপরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। সোলাইমান গাজী কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Exit mobile version