Site icon Jamuna Television

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ এক নম্বর ইয়াবা ব্যবসায়ী সাইফুল নিহত

কক্সবাজারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক নম্বর ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিম নিহত হয়েছে। গতরাতে টেকনাফ স্থলবন্দরের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাইফুল করিমকে টেকনাফ থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের পাশে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ইয়াবা ব্যবসায়ীরা। পাল্টা জবাব দেয় পুলিশও।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাইফুল। ঘটনাস্থল থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও এক লাখ পিস ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের। ইয়াবা পাচারের একাধিক মামলার আসামি সাইফুল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু’দকের মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

Exit mobile version