Site icon Jamuna Television

কঙ্গোয় নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ২৬ চরমপন্থি

কঙ্গোয় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৬ চরমপন্থি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) এক বিবৃতিতে জানানো হয় নিহতরা সবাই আইএস মতাদর্শে বিশ্বাসী। বেনি শহরের কাছেই জঙ্গিদের সাথে হয় গোলাগুলি।

নিরাপত্তা বাহিনীর দাবি, এলাকাটিতে ছোট-ছোট অনেকগুলো সশস্ত্র সংগঠন সক্রিয়। কারণ, মরণব্যাধী ইবোলার সংক্রমণের জন্য এলাকাটিতে জারি রয়েছে স্বাস্থ্য সতর্কতা। এ কারণে এটি চরমপন্থিদের আত্মগোপনের সবচেয়ে উপযুক্ত স্থান।

এদের একটি সংগঠন ‘এডিএফ’ সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা অভিযানে প্রাণ হারায় জঙ্গিরা।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর অনেক নাগরিক কঙ্গোয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন।

Exit mobile version