Site icon Jamuna Television

নোয়াখালীতে তিন সন্তানের জননীকে ধর্ষণ: গ্রেফতার ৩

নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, চানন্দী ইউনিয়নের চর আমানত পুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান ওই গৃহবধূ। রাত দুইটায় একই গ্রামের সাহাব উদ্দিন, জামাল মাঝি ও আলমগীর বাড়িতে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে তাকে। পরে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছে গৃহবধূর পরিবার।

Exit mobile version