Site icon Jamuna Television

লিবিয়া উপকূল থেকে ১০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালিয়ান নেভি

লিবিয়া উপকূল থেকে ১০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে নেভি।

প্রায় ২০ মাইল দূরে থাকা নেভির পি-ফোর নাইনটি ফুলগোসি জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয় অভিবাসনপ্রত্যাশীদের।

জার্মানিভিত্তিক উদ্ধারকারী সংস্থা সি-ওয়াচ জানায়, বিমান থেকে বুধবার ভূমধ্যসাগরে একটি ডিঙ্গি নৌকা শনাক্ত করে তারা।

অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিল। সংস্থাটির অভিযোগ, তারা জানানোর পরও উদ্ধার তৎপরতা শুরুতে দেরী করে ইতালিয়ান নেভি। দাবি, প্রথম সংকেতের ২৪ ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু করে ইতালি।

Exit mobile version