Site icon Jamuna Television

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাকি তিনজন হলেন,  একুশে টেলিভিশনের সাবেক এমডি আব্দুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার। এই মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি ধার্য করা হয়েছে।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য প্রচার করে একুশে টিভি। প্রচারিত বক্তব্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন করা হয়েছে এমন অভিযোগে ২০১৫ সালের ৮ জানুয়ারি এসআই বোরহান উদ্দিন  তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এই চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক। এদিকে এবছরের ২৩ অক্টোবর এ মামলায় তারেক রহমান, মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

Exit mobile version