Site icon Jamuna Television

আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা বেশি নির্যাতিত: ফখরুল

আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। সকালে রংপুরের পাগলাপীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ন্যাক্কারজনক এই হামলার নেপথ্যের কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্ত জরুরি।

রামু এবং নাসিরনগরে হামলার উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, আগের ঘটনাগুলোতেও আওয়ামী লীগের লোকজনেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিএনপি’র কেউ পাগলাপীরের হামলায় জড়িত নয় বলেও দাবি করেন ফখরুল। এসময়, ২০১৪ সালের মতোই ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version