Site icon Jamuna Television

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরবের মক্কায় ওআইসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান রোহিঙ্গা সংকট নিরসনে মুসলিম দেশগুলোর সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী।

এর আগে স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান,পররাষ্টমন্ত্রী ডক্টর আবদুল মোমেন, রাষ্ট্রদূত গোলাম মসিহ উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টোকিও ছাড়েন শেখ হাসিনা। সৌদি আরব থেকে ফিনল্যান্ড হয়ে ৮ তারিখ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Exit mobile version