Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত পাঁচ বিচ্ছিন্নতাবাদী

ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে পাঁচ বিচ্ছিন্নতাবাদী। শুক্রবার পুলওয়ামা, শোপিয়ান ও কিশতোয়ার জেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে হয় এসব প্রাণহানি। আহত হন দুই পুলিশ সদস্যও।

জানা গেছে, পুলওয়ামার ত্রাল এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানায় তল্লাশি চালায় পুলিশ। এসময় দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদী। ধ্বংস করে দেয়া হয় বাড়িটিও। পূর্বসতর্কতা হিসেবে জেলার বিভিন্ন এলাকায় আগেই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে শোপিয়ানের ড্রাগাড়-সুগান এবং কিশতোয়ারের মারওয়া গ্রামেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুল মুজাহিদিনের তিন সদস্য। শোপিয়ানে গেলো মে মাসে অন্তত ১২ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার কথা জানিয়েছে পুলিশ। আর কিশতোয়ারে বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় সেনাদের মধ্যে সাত বছরে প্রথম সহিংসতার ঘটনা এটি।

Exit mobile version