Site icon Jamuna Television

ঈদে সড়ক-মহাসড়কে বড় ধরণের যানজট হবে না: ওবায়দুল কাদের

ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে বড় ধরণের কোন যানজটের সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকাল মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, যদি বৃষ্টি হয় তবে সড়কে যানবাহনের গতি একটু কমে যেতে পারে কিন্তু স্থবির হবে না। এছাড়া সড়কে চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা বাহীনিকে সতর্ক থাকার নির্দেশ দেন। অন্যবারের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Exit mobile version