Site icon Jamuna Television

সড়ক নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা: রিজভী

ঈদের আগেই সরকারে কাছ থেকে খালেদা জিয়ার মুক্তি আশা ছিল, তবে এখনও তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রতিফলিত হচ্ছে। ঈদের আগেও বিএনপি নেতাকর্মীদের জামিন দেয়া হচ্ছেনা। আইন-আদালতকে কুক্ষীগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে সরকার। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিএনপি সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে কোন সামঞ্জস্য নেই। সড়ক ব্যবস্থা নিয়ে ওবায়দুল কাদের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা। দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক মহাসড়কের বেহাল অবস্থা।

Exit mobile version