Site icon Jamuna Television

পুলিশ এসেছে শুনেই পালালো বর

কামাল হোসাইন , নেত্রকোণা

বিয়ে করতে কনের বাড়ি যাচ্ছিলো বরসহ বরযাত্রীরা। হঠাৎ যখন খবর পেল বিয়ে বাড়িতে পুলিশে এসেছে। রাস্তা থেকেই পালিয়েছে বরসহ বরযাত্রীরা। শুক্রবার দিবাগত রাত ১০ টায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কনে গ্রামের ঝুটন সরকারের মেয়ে বৃষ্টি সরকার (১৪)। দশম শ্রেণির ছাত্রী। বিয়েটা ছিলো বাল্য বিয়ে।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক পূর্বে ওই ছাত্রীর বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল। কিশোরগঞ্জের এক বরের সঙ্গে। সেই বরের সঙ্গে সাতপাক আর মালা বদলের মাধ্যমে সিদুরদান হবার কথা ছিল শুক্রবার (৩১ মে) রাত ১০ টায়। বিয়ে সম্পন্ন করতে বরসহ বরযাত্রী রওয়ানাও দিয়েছিলেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্ত বিয়ে বাড়িতে হঠাৎ পুলিশ এসে উপস্থিত হওয়ায় বর পালিয়ে যায়।

কনের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম নির্দেশে এ বিয়ে বন্ধের জন্য পুলিশ পাঠানো হয়।

Exit mobile version