Site icon Jamuna Television

‘টাকার জন্য লাশ আটকে রাখতে পারবে না হাসপাতাল’

চিকিৎসা খরচ দিতে না পারলেও কোন ক্লিনিক বা হাসপাতাল মৃত ব্যক্তির লাশ জিম্মি রাখা যাবেনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে তহবিল গঠনের নির্দেশনা দিয়ে রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এই রায় দিয়েছেন। রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ এটি নিশ্চিত করেছেন। আদালত এই রুলের নিষ্পত্তি করে নিম্মোক্ত নির্দেশনা প্রদান করেছেন।

১. চিকিৎসা খরচ পরিশোধে ব্যর্থতার কারণে কোন ক্লিনিক/হাসপাতাল মৃত ব্যক্তির লাশ জিম্মি করে রাখতে পারবেনা ।

২. অপরিশোধিত গরিব রোগীদের সকল বিল পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও ডিজি কে তহবিল গঠন করতে হবে।

৩. স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে লাইসেন্সকৃত সকল ক্লিনিক ও হাসপাতালকে চিকিৎসা ব্যয় পরিশোধে লাশ জিম্মি না করার নির্দেশনা অবহিত করবেন।

অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় মোহাম্মদপুরের সিটি হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানানো একটি সংবাদ ২০১২ সালের ১০ জুন সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তার চার দিন পর ১৪ জুন হাইকোর্টে রিট করেন।

Exit mobile version