Site icon Jamuna Television

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা, আটক ৭৪

নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় ৭৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে ব্রিটেন বর্ডার ফোর্স। শনিবার আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানায়, আটটি ছোট নৌকায় করে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করছিল দলটি।

ডোভার বন্দর থেকে ৫০ মাইল দূরে আটক করা হয় এগুলো।

আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিতই ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছে অভিবাসনপ্রত্যাশীরা। মূলত চোরাকারবারীরাই তাদের দেশে ঢুকতে সহায়তা করে।

সম্প্রতি চোরাকারবারীদের প্রকোপ বেড়েছে বন্দরটিতে।

Exit mobile version