Site icon Jamuna Television

এবার ইনজুরিতে কোহলি

আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কিন্তু মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল তারা। দলের সেরা তারকা বিরাট কোহলি ইনজুরিতে ভুগছেন। সেই ম্যাচের আগে কোহলির চোট পাওয়ার খবর ধাক্কা দিয়েছে ভারতকে।

এবারের বিশ্বকাপে একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এবার সেখানে যুক্ত হল ভারতীয় অধিনায়কের নাম।

সাউদাম্পটনে শনিবার (২ জুন) দলের সাথে অনুশীলন করছিলেন কোহলি। অনুশীলন করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে তার। চোট লাগার পর ফিজিওর প্রচেষ্টায় চলে প্রাথমিক চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় কোহলিকে।

যার ফলে কোহলিকে নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। দলটির সেরা তারকার ইনজুরি নিয়ে চিন্তিত গোটা টিম। চোট কতটা গুরুতর বা কোহলি শীঘ্রই ব্যাট ধরতে পারবেন কিনা, এ ব্যাপারে এখন পর্যন্ত ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে কোহলির চোটটি গুরুতর নয় বলে অনুমান করা হয়েছে।

Exit mobile version