Site icon Jamuna Television

সেমিফাইনালে ভারতের খেলা অনিশ্চিত!

এবারের বিশ্বকাপেও নিজেদের অন্যতম ফেভারিট দাবি করছে ভারত। কিন্তু উল্টো কথা বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ। তিনি বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের খেলা অনিশ্চিত।

ইংল্যান্ড বিশ্বকাপের সবগুলো ম্যাচ নিয়ে প্রেডিকশন দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্রান্ডন ম্যাককালাম। তিনি জানিয়েছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে খেলবে ভারত।

ম্যাককালামের এমন প্রেডিকশনে আপত্তি জানিয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ বলেন, ‘ভালো লিখেছো ম্যাককলাম। তবে আমি মনে করি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। তবে ভারতের কথা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। কারণ তাদের প্রস্তুতি সেভাবে হয়নি এবং মিডলঅর্ডারও শক্ত নয়। ভারত কোহলি এবং বুমরাহর ওপর অনেকাংশে নির্ভরশীল।’

বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রেডিকশন জানিয়ে ম্যাককালাম বলেন, ভালো নেট রান রেট থাকা চারটি দল সেমিফাইনালে খেলবে। সেই দিক থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের পাশাপাশি থাকবে নিউজিল্যান্ড। আর এ জন্য টিম পারফরম্যান্সের পাশাপাশি বৃষ্টি এবং ভাগ্যও বড় ফ্যাক্টর হবে।

Exit mobile version