Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি: ইমরান তাহির

এবারের বিশ্বকাপের অন্যতম গেম চেঞ্জার ইমরান তাহির। বাংলাদেশ দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে দক্ষিণ আফ্রিকান এই মুসলিম ক্রিকেটার বলেন, ‘আমি কখনও না বলার লোক নই। দলের প্রয়োজনে যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুর ওভারেই সাফল্য পান ইমরান তাহির। ইংলিশ তারকা ওপেনার জনি বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরান। এরপর ইংল্যান্ড সেরা ব্যাটসম্যান ইয়ন মরগানকেও আউট করেন তাহির।

আজ রোববার (০২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য এনে দেয়া ইমরান তাহিরকে দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমেই বোলিং করাতে পারেন আফ্রিকান অধিনায়ক।

এ ব্যাপারে পাকিস্তানী বংশোদ্ভূত আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহির বলেন, ‘অধিনায়ক আমাকে দায়িত্ব দিলে আমি না বলব না। আমি জানি না, বাংলাদেশের ম্যাচে শুরুতে বল পাব কি না। তবে আমি তৈরি। সুযোগ পেলে দলকে সাফল্য এনে দিতে প্রস্তুত আছি।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইমরান তাহির ভালো বোলিং করার পরও বাজে বাটিংয়ের কারণে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফ্রিকানরা।

ইমরান তাহির বলেন, ‘আমরা ইংল্যান্ডের কাছে হেরেছি, আমরা ভুল থেকে শিক্ষা নিতে তৈরি। টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে তৈরি আছি।’

Exit mobile version