Site icon Jamuna Television

সদরঘাট থেকে সব লঞ্চ চলাচল বন্ধ

সকাল থেকে ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে সদরঘাটে লঞ্চ টার্মিনালে আসা যাত্রীরা। বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষায় থাকতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, আবহাওয়া অধিদপ্তর ঢাকা নৌ বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সংকেতে এমনিতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস শুরু হওয়ায় রোববার সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

ঈদযাত্রার তৃতীয় দিন রোববার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ২৩টি লঞ্চ ছেড়ে গেছে ।

Exit mobile version