Site icon Jamuna Television

সকাল সাড়ে ৮ টায় প্রথম ঈদ জামায়াত

ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ এর সকল প্রস্তুতি সম্পন্ন, সকাল সাড়ে ৮টায় প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকন। দুপুরে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবার এক লাখের ও বেশি মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার মহিলাদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় জাতীয় ঈদগাহে বাড়তি নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version