Site icon Jamuna Television

সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ; ৮ জন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়ায় বাস আর লেগুনার সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত আরও বেশ কয়েকজন যাত্রী।

দুপুরে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি গাড়ির সাথে লেগুনাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আট জন নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। নিহতদের সবাই লেগুনার যাত্রী বলে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায় নি।

এরআগে সুনামগঞ্জে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

Exit mobile version