Site icon Jamuna Television

বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। লন্ডনের বিখ্যাত ভেন্যু কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন টাইগাররা। ম্যাচটি শুরু হচ্ছে আজ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। দুদলের সমর্থকদের জন্য সুখবর, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই।

অবশ্য ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে কোনো ওয়ারেন্টি-গ্যারান্টি নেই। আপ্তবাক্যটা মেনে নিয়েই বলতে হচ্ছে, এদিন ওভালের আকাশে রোদ মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, সকালে আকাশ পরিষ্কার থাকবে। বেলা ১২টার পর হালকা মেঘাচ্ছন্ন থাকবে। তবে সারা দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু পুরোদিনই বাতাস থাকবে। ফলে শুরুর দিকে কন্ডিশন থেকে সুবিধা পাবেন পেসাররা।

কাগজ-কলমে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৭টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ৩টিতে বাংলাদেশ। এ ৩ জয়ের একটি এসেছে ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।

তবে এবার দক্ষিণ আফ্রিকার বেশ কিছু বড় দুর্বলতা আছে। সেসব দুর্বলতার সুযোগ নিতে পারলে এ ম্যাচে বাংলাদেশের জয়ের ভালো সম্ভাবনা আছে। টাইগারদের আত্মবিশ্বাস জোগাচ্ছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়।

তথ্যসূত্র: ওয়ার্ল্ডওয়েদার অনলাইন

Exit mobile version