Site icon Jamuna Television

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

একের পর এক দুঃসংবাদ। সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের। তার বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ করেছেন ব্রাজিলের এক নারী। খবর বিবিসির।

অভিযোগকারী নারীর নাম প্রকাশ না করে সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে।

প্যারিসের ওই হোটেলে নেইমারের দল পিএসজির খেলোয়াড়রা অবস্থান করছিলেন। যদিও এখন পর্যন্ত নেইমার কিংবা তার কোনো প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশের তথ্যানুযায়ী, ওই নারীর সঙ্গে নেইমারের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। পরে নেইমার ওই নারীকে প্যারিসে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। তিনি ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসে আসার জন্য একটি বিমান টিকিট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তার জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।

ওই নারীর অভিযোগ, গত ১৫ মে নেইমার যখন হোটেলে ফিরেন, তখন তিনি ‘মাতাল’ ছিলেন। হোটেলে এসেই তিনি ওই নারীর সঙ্গে কিছু কথা বলে তাকে জড়িয়ে ধরেন।

একপর্যায়ে নেইমার বেসামাল অবস্থায় ওই নারীকে ধর্ষণ করেন। দুদিন পর ওই নারী ফরাসি পুলিশের কাছে কোনো অভিযোগ না করেই ব্রাজিলে ফিরে যান।

ওই নারীর দাবি, ধর্ষণের ঘটনায় তিনি ছিলেন হতবিহ্বল। তা ছাড়া অন্য দেশে এ ধরনের অভিযোগ করার বিষয়ে তিনি ভয় পাচ্ছিলেন।

Exit mobile version