Site icon Jamuna Television

নড়াইলে ইয়াবাসহ যুবক আটক

নড়াইলের লোহাগড়া থেকে ১৫শ’ পিচ ইয়াবাসহ আল আমিন মল্লিক (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন রবিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে ইয়াবার একটি চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে নড়াইলের লোহাগড়ায় আসছে। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া-কালনাঘাট সড়কের আলা মুন্সীর মোড় থেকে আল আমিনকে আটক করে এবং তার কাছে থাকা ১৫শ’পিচ ইয়াবা উদ্ধার করে। আটক আল আমিন লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে।

এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

Exit mobile version