Site icon Jamuna Television

২৫০ তম উইকেট নিয়ে সাকিবের নতুন রেকর্ড

পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে একইসাথে ৫০০০ রান ও ২৫০ উইকেট অর্জনের মাইলফলক স্পর্শ করেছেন আমাদের সাকিব আল হাসানের। এই অর্জনের পথে অন্য একটি রেকর্ড গড়েছেন তিনি। সাকিব হলেন এই ক্লাবে যোগ দেয়া সবচেয়ে দ্রুততম অলরাউন্ডার। অর্থাৎ, ৫০০০ রান ওই ২৫০ উইকেট অর্জনে তিনি সবচেয়ে কম ম্যাচে খেলেছেন।

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকান ওপেনার একে মার্করামকে আউট করে সাকিব এই মাইলফলক স্পর্শ করেন।

এই অর্জনের জন্য সাকিবের লেগেছে মাত্র ১৯৯ ম্যাচ। পাকিস্তানের আব্দুর রাজ্জাকের ২৩৪ ম্যাচ, শহীদ আফ্রিদির ২৭৪ ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের ২৯৬ ম্যাচ এবং শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়ার ৩০৪ ম্যাচ লেগেছে।

সাকিবের বাইরে ওয়ানডে ইতিহাসে ৫৫০০ রান ও ২৫০ উইকেট আছে উপরের এই ৪ অলাউরাউন্ডারের।

Exit mobile version