Site icon Jamuna Television

প্রতিপক্ষের হাতুড়ি পেটায় ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সোহেল রানা নামে এক যুবক খুন হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার মহিষডাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, বিকেলে ঈদমাঠের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কয়েকজনের সাথে সোহেলের বাকবিতণ্ডা ঘটে। এরই একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে।

পরে সোহেলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়। সেখানে সোহেলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, ঘটনাটি জানার পরপরই তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে দিকে রওনা হয়েছেন।

Exit mobile version