Site icon Jamuna Television

ধলেশ্বরীতে যুবকের ভাসমান লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকার মনির হোসেনের ইটভাটার কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

তবে তার বয়স ৩৭ বছর হবে। তার পরনে নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও সাদা কালো চেক টাউজার ছিল।

ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ৩৭ বছর বয়সের অজ্ঞাত যুবকের মৃতদেহ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। নিহতের পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে ধারণা করা যেত।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version