Site icon Jamuna Television

টাঙ্গাইলে ফার্নিচার ব্যবসায়ীর খন্ডিত লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে এক ফার্নিচার ব্যবসায়ীর খন্ডিত লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। নিহতের নাম মহর আলী। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, সোমবার সকালে পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেসে ভর্তি লাশ দেখে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, নিহত মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকানে চালাতো। রবিবার বিকেল থেকে মহর আলী নিখোঁজ হয়। পরে রাতেই টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে। সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া যায়। নিহতের দেহ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। মাথা ও পা পাওয়া যায়নি।

Exit mobile version