Site icon Jamuna Television

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসায় শোয়েব আখতার

র‍্যাংকিংয়ে শীর্ষ পর্যায়ের দল দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দুর্দান্তভাবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগেই প্রোটিয়াদের পেছনে ফেলে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

দুরন্ত এ জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন মাশরাফি-সাকিবরা। কিন্তু শুনলে অবাক হবেন, জয়ের আগেই তাদের প্রশংসায় ভেজান পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে বাংলাদেশ ৩৩০ রান তোলার পরই টাইগারদের প্রশংসা করেন তিনি।

নিজের টুইটারের পাতায় শোয়েব আখতার লেখেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের কী অসাধারণ পারফরম্যান্স। ৩৩০ রানের মধ্যে বোলাররা এখন কীভাবে প্রতিপক্ষকে আটকে রাখে তাই দেখার বিষয়।

শেষ পর্যন্ত ৩০৯ রানে দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রাখে বাংলাদেশ। উড়ন্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা। মাশরাফিদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।

Exit mobile version