Site icon Jamuna Television

বাড়ি ফেরা মানুষের ঢল সড়ক ও রেল পথে

বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে সড়ক ও রেল পথেও। দুপুরের পর থেকে ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সড়কে তেমন কোনো ভোগান্তি নেই এখনও।

তবে, সকালে কয়েকটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে। আগাম টিকিটের যাত্রীরা সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে আসতে থাকে। সময়ের সাথে বাড়ছে যাত্রীদের চাপ। সুন্দরবন এক্সপ্রেস, নীল সাগর, লালমনি, রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে কয়েকট ঘন্টা দেরিতে ছেড়ে গেছে। লালমনিরহাটগামী ঈদ স্পেশাল ট্রেনেও রয়েছে বিলম্ব। আরও কয়েকটি ছাড়ছে বেশ দেরিতে।

Exit mobile version