Site icon Jamuna Television

পাবনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

পাবনা প্রতিনিধি
পাবনা আতাইকুলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি, একটি প্রাইভেট কার, বেশ কিছু ব্যাটারী ও দুইটি বাই সাইকেল উদ্ধার করে পুলিশ।

আজ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জানান, রবিবার দিনগত রাত আড়াইটার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশির সময় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আকাশকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের অপর সদস্য রেজাউল করিম রেজা,লিটন মিয়া ও সম্রাটকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শরীয়তপুর,জামালপুর,নাটোর,সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

Exit mobile version