Site icon Jamuna Television

পটুয়াখালীতে মাদক মামলা‌য় যুবকের যাবজ্জীবন

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীতে মাদক মামলা‌য় ফে‌নসিডিল ব্যবসায়ী শা‌হিন আহ‌মে‌দের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপু‌রে পটুয়াখালীর বি‌শেষ দায়রা জজ আদাল‌তের বিজ্ঞ বিচারক মোঃ শ‌হিদুল্লাহ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদ‌য়ে আ‌রো ৬ মা‌সের সশ্রম কারাদ‌ণ্ডের আ‌দেশ দেন। ‌

শা‌হিন আহ‌মেদ পটুয়াখালী সদর উপ‌জেলার হা‌জিখালী গ্রা‌মের সুলতান আহ‌মে‌দের ছে‌লে। বর্তমা‌নে তিনি পলাতক র‌য়ে‌ছে।

মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সা‌লের ১৩ই জুন সন্ধ্যা সা‌ড়ে ৬টার সময় পটুয়াখালী শহ‌রের লোহা‌লিয়া খেয়াঘা‌ট এলাকা থেকে শা‌হিন‌কে আটক ক‌রে। প‌রে তার শরীর তল্লা‌শি ক‌রে ২৫ বোতল নি‌ষিদ্ধ ভারতীয় ফে‌নসিডিল উদ্ধার করা হয়। ওই দিন রা‌তেই আ‌নোয়ার হো‌সেন বাদী হ‌য়ে সদর থানায় এক‌টি মামলা দা‌য়ের করেন। মাত্র ১ মাস ৫ দিন পর সদর থানার এসআই হুমায়ুন ক‌বির ১৯৯০ সা‌লের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আই‌নের ১৯(১)\৩(খ) ধারায় আসামি শা‌হি‌নের বিরু‌দ্ধে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

এরপর মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শে‌ষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান ক‌রেন। সরকারের প‌ক্ষে মামলা প‌রিচালনা ক‌রেন সরকারী পি‌পি এ্যাড‌ভো‌কেট আ‌রিফুল ইসলাম টিটু।

Exit mobile version