Site icon Jamuna Television

তিন দিনের সফরে যুক্তরাজ্যের পথে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার (০৩ জুন) সকাল ৯টায় লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি অবতরণ করবে।

এদিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশীল নেতা বরিস জনসনকে ফের সমর্থন জানালেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার লন্ডন পৌঁছানোর আগে এক বিবৃতিতে বলেন, তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্টের সাথে রয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া। সফরে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় রানীর পক্ষ থেকে বাকিংহাম প্যালেসে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়া এই সফরে বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে বৈশ্বিক উষ্ণতার ঝুঁকি এবং চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে’কে মোকাবেলার বিষয়ে আলোচনা হবে। তবে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে ব্রিটেনজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা।

Exit mobile version