Site icon Jamuna Television

গণসংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১৯ দলের নারী ফুটবলার মনিকা চাকমা, আনুচিং মগিনী ও আনাই মগিনীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে শহরের অফিসার্স ক্লাবের হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে ফুটবলাররা তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে দেশের জন্য আরও ভালো খেলার প্রতিশ্রুতি দেন তারা।

Exit mobile version