Site icon Jamuna Television

বান্দরবানে নিখোঁজ ফেরিওয়ালার লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে নিখোঁজ ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দু’জন জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে।

নিহত আইয়ুবের ভাই জানান, অনেক খোঁজাখুজি করেও না পেয়ে তারা থানায় অভিযোগ জানান। তারই পরিপ্রেক্ষিতে হত্যায় জড়িত সন্দেহে চাই অং পা ম্রো এবং তাইরু ম্রো নামের দু’জনকে আটক করে পুলিশ। তারা হত্যার কথা স্বীকার করে।

দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে থানচির সদর ইউনিয়নের চমিপাড়া পাহাড়ের ঝিরির পাশ্ববর্তী জঙ্গল থেকে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ফেরিওয়ালা আইয়ুবের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মালামাল বিক্রি করে ফেরার পথে আইয়ুবকে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ জঙ্গলে ফেলে নগদ টাকা এবং জিনিসপত্র নিয়ে যায় হত্যাকারীরা।

Exit mobile version