Site icon Jamuna Television

সাইকেলে চড়ে মন্ত্রণালয়ে এলেন মন্ত্রী

আজ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস। আর এই দিনেই সাইকেলে চড়ে মন্ত্রণালয়ে এলেন মন্ত্রী। তাও আবার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার পর আজই তার প্রথম অফিস। এই মন্ত্রীর নাম ড. হর্ষবর্ধন। তিনি ভারতের নরেন্দ্র মোদির মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

৬৪ বছর বয়সী মন্ত্রী সাইকেলে করে মন্ত্রণালয়ে এলে কর্মকর্তা-কর্মচারীরা উৎসুক হয়ে ওঠেন। এভাবে মন্ত্রীকে আসতে দেখে মন্ত্রণালয়ের প্রবেশ পথে উপচেপড়া ভিড় দেখা যায়। সবাই মুঠোফোন নিয়ে মুহূর্তটি ধরে রাখার চেষ্টা করেন। এ সময় ভিড় সামাল দিতে নিরাপত্তা রক্ষীদের হিমশিম খেতে দেখা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হর্ষবর্ধন। টুইটারে তিনি লিখেন, ‘আমি আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী মোদিকে। আমাদের সরকারের প্রথম লক্ষ্যই হলো- দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি সাধন। এ ব্যাপারে আমার যা যা করার আমি সবই করব।’

Exit mobile version