Site icon Jamuna Television

পাকিস্তানের উড়ন্ত সূচনা

পরাজয়কে এড়াতে বাড়তি সতর্কতা পাকিস্তানের। বিশ্বকাপ শুরুর আগে টানা ১০ ম্যাচে হেরে ব্যাকফুটে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতো দুর্বল দলের সঙ্গেও জয়ের দেখা পায়নি পাকিস্তান।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১০৫ রানে অলআউট পাকিস্তান।

সবশেষ ১১ম্যাচে হেরে যাওয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ডের মুখোমুখি। হারের লজ্জা থেকে বের হতে ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক।

সোমবার (০৩ জুন) ইংল্যান্ডের নটিংহ্যামের টেন্ট ব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার।

৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে নেমে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয় এবারের ক্রিকেট মহাযুদ্ধ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপযাত্রা করেন ইংলিশরা। স্বাভাবিকভাবে ফুরফুরা মেজাজে তারা। এ ম্যাচেও জয়ে চোখ তাদের।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান। উভয় দলই ৪টি করে ম্যাচ জিতেছে, পরিত্যক্ত হয়েছে ১টি।

Exit mobile version