
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জৈনকাঠি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ভাতিজা জাহিদুল ইসলাম তিন দিনের মাথায় মারা গেছে। নিহত জাহিদুল ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড নিবাসী আবদুর সালাম বিশ্বাসের ছেলে। আজ সকাল সাড়ে ৮টায় বরিশাল রাহাত আনোয়ার মেডিকেলে জাহিদুল মারা যায়।
তার লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালীর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, জৈনকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম জানান, গত ৩০মে সকাল সাড়ে ৭টার দিকে জাহিদুলের চাচা দেলোয়ারের সাথে তার বাবা সালাম বিশ্বাসের ঝগড়া হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হলে জাহিদুলসহ অন্যান্য ভাইরা অংশ নিলে দেলোয়ারের লাঠির আঘাতে জাহিদুলসহ উভয়পক্ষের ৬জন আহত হয়। আহতদের প্রথমে পটুয়াখালীর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তির পর আশংকাজনক অবস্থায় জাহিদুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাহিদুলকে বরিশালের রাহাত আনোয়ার মেডিকেলে ভর্তির পর আজ সকাল সাড়ে ৮টায় সে মারা যায়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply