Site icon Jamuna Television

মোহাম্মদ হাফিজের অনবদ্য ব্যাটিং

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং চলছে। টানা ১১ ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপ শুরু পরাজয় দিয়ে। আর তাই ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়া পাকিস্তান জয়ে ফিরতে মরিয়া।

সোমবার (০৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। দলকে বড় সংগ্রহ এনে দিতে অনবদ্য ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।

ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান।

৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে নেমে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন।

ক্রিস ওকসের দুর্দান্ত ক্যাচে পরিণত ইমাম-উল-হক। মঈন আলীর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তানের ওপেনার। সাজঘরে ফেরার আগে ৫৮ বলে তিন চার ও এক ছক্কায় ৪৪ রান করেন ইমাম-উল।

দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি তুলে নেন বাবর আজম। পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেয়ার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। মঈন আলীর তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৬৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৬৩ রান করেন বাবর আজম। তার বিদায়ের মধ্য দিয়ে ৩২.৫ ওভারে ১৯৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

Exit mobile version