Site icon Jamuna Television

ঢাকা থেকে অপহৃত শিশু শ্রীমঙ্গল থেকে উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
ঢাকার বংশাল হতে অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র তানভীর হাসানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রবিবার ঢাকার বংশাল থানার হাজি আব্দুল্লাহ সরকার লেনের বাসিন্দা উজ্জ্বল সরকারের ছেলে তানভীরকে বংশালের একটি জুতার দোকান থেকে মিলন মিয়া অপহরণ করে শিশুর পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তানভীরের পিতা বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানান। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শিশুটি শ্রীমঙ্গলে আছে নিশ্চিত হয়। পরে শ্রীমঙ্গল পুলিশ দুপুরে অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকায় অপহরণকারী মিলন মিয়ার খালা রূপালি বেগমের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে। অহরণকারী মিলন মিয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাইশটেকি এলাকার সিরাজুল হকের ছেলে। সে পেশার জুতা ব্যবসায়ী।

Exit mobile version