Site icon Jamuna Television

পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬ দেশে ঈদ বুধবার

পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬টি দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার।

মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আর এ কারণে আগামীকাল এসব দেশে ৩০ রোজা পালিত হবে।

এছাড়া ব্যাংকক, জাপান, অষ্ট্রেলিয়াতেও বুধবার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমসের। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, বুধবার পাকিস্তানে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির তুমাইর অঞ্চলে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version