Site icon Jamuna Television

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে: ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের কোনাবাড়িতে সড়কের অবস্থা পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, এবার যাত্রীদের কোন দুর্ভোগ কিংবা ভোগান্তি নেই। রাস্তার জন্য কোথাও কোন সংকট সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলাবাহিনী সহ সকলের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীতে যানজট রয়েছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ঢাকার যানজট নিরসনে স্বল্প এবং দীর্ঘ মেয়াদে পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া ঈদের পরেও ঘরমুখো জনগন কর্মস্থলে নির্বিঘ্নে স্বস্তিতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী।

Exit mobile version