Site icon Jamuna Television

১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা উড়ন্ত সূচনা করলেও আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। ৯২ রানে প্রথম উইকেট হারিয়ে আবারও ঘুরে দাড়ায় কিন্তু ১৪৪ রানে ফিরে যায় থিরামান্নে। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা, পড়ে ব্যাটিং বিপর্যয়ে।

এরপর ১৫ রানে হারায় লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা ও থিসেরা পেরেরার উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের শুভ সূচনা করেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরা। উদ্বোধনী জুটিতে ১৩.১ ওভারে ৯২ রান করেন তারা।

মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটং করে শ্রীলংকা।আগে ব্যাট করতে নেমে কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক করুনারত্নে।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই লড়াই করেন করুনারত্নে। তার একার লড়াইয়ের পরও ১৩৬ রানে অলআউট শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানে অপরজিত ছিলেন করুনারত্নে। আজও দলের জন্য লড়াই করেন করুনারত্নে। দলকে শুভ সূচনা এনে দিয়ে ৪৫ বলে৩০ রান করে ফেরেন লংকান অধিনায়ক।

Exit mobile version